সেই সময়
মোঃ শাহ্ আলম ইসলাম
...................................^...................................
রঙ্গিন এ শহর আমার আধার কালো
চেনা মানুষগুলো কোথায় হারালো,
স্বপ্ন ছিল আমার চারিধারে
জীবন ঢেকেছে আজ ঘন আঁধারে
বিলাসবহুল বাড়ি হাজার গাড়ি
তবুও মন যেতে চায় ছুটে বাড়ি,
মানে না মন টাকা করি
সোনার হাত ঘড়ি
ইচ্ছে করে আবার ফিরে যাই মোর বাড়ি
হাজার স্বপ্ন গাথা এলোমেলো পথে
আবার ঘুরতে ইচ্ছে জাগে বন্ধুদের সাথে।
কাঁপা কাঁপা সুরে মন চুপিসারে কয়
আবার আসবে সুদূরে সময় !
![]() |
| Md.Sha-alam islam |
send by: মোঃ শাহ আলম ইসলাম
হাজারও সিনেমা বা নাটক দেখতে ভিজিট করুন নিচের ম্যাগাজিন ওয়েব সাইট
BongoSD ক্লিক করে উপভোগ করুন সিনেমা নাটক

1 Comments
অনেক সুন্দর লিখেছেন
ReplyDeleteধন্যবাদ ,,, আমি শাহাদাত হাসান (জনি) আমি আছি আপনার সাথে , আমাদের ওয়েব পেজে আপনাকে স্বাগতম কেমন লাগলো এই ওয়েব পেজটা, আরও ট্রিপ্চ পেতে লগইন করুন এই ওয়েবপেজে