আনন্দের আলোয়
রচনায়ঃ প্রিন্চ শাহাদাত
--------------*---------------
আকাশটা আজ নীল,
সূর্যের হাসি,
চারদিকে সুখের ঝিলিক,
সবুজ ঘাসে ভাসি,
প্রকৃতি সেজেছে রঙের বাহারে,
মন আমার গাইছে আনন্দের সুরে।
পাখিরা গাইছে মিষ্টি সুর,
ফুলগুলো ফুটেছে,
রঙে রঙে ভরপুর,
হাওয়ার মৃদু ছোঁয়া,
যেন মায়ার পরশ,
প্রতিটা মুহূর্তে,
আনন্দের হর্ষ।
হৃদয়ে আজ নতুন আশার আলো,
দুঃখের সব মেঘ,
মিলিয়ে গেছে কালো,
বন্ধুদের হাসিতে,
পরিবারের ভালোবাসায়,
ভরে উঠছে জীবন,
সুখের আলোয়।
সপ্নগুলো আজ মেলে দিয়েছে ডানা,
সফলতার পথে এগিয়ে চলছি দানা,
প্রতিটা দিনে নতুন সুর, নতুন ছন্দ,
এই জীবনে শুধু সুখের বন্দনা ৷
power by: SWEET JAN8

1 Comments
Wow . অনেক সুন্দর লিখেছেন
ReplyDeleteধন্যবাদ ,,, আমি শাহাদাত হাসান (জনি) আমি আছি আপনার সাথে , আমাদের ওয়েব পেজে আপনাকে স্বাগতম কেমন লাগলো এই ওয়েব পেজটা, আরও ট্রিপ্চ পেতে লগইন করুন এই ওয়েবপেজে