আমার পরম সৌভাগ্য যে তুমি -

    এক দিনের জন্য হলেও -

        আমার মায়ায় পড়েছিলে !

             আর তোমার এই -

                   পরম করুণার কথা -

   আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে ৷৷৷