খুকির আহ্বান

রচনায়ঃ প্রিন্স শাহাদাত


 প্রবাস রাতে ঘুমের দেশে-

খুকি এল মিষ্টি হেসে।

বলে আমায়, "বাবা শুনো,

আমার জন্য চাঁদ-তারা আনো!"


"তোমার সাথে খেলতে চাই-

 মায়ের কোলে ঘুমিয়ে যাই।

তোমায় ছাড়াই কাটছে দিন-

বুকে জমছে শুধু মায়া ঋণ।"


স্বপ্নে বসে দেখি তাকে-

ছোট্ট পায়ে আসে কাছে।

আলতো হাতের নরম ছোঁয়া-

আমার বুকের কষ্ট খোঁয়া।


তবু কেন এত দূরে-

পাহাড়-সাগর সব পেরিয়ে ।

ফিরতে চেয়ে আকাশ দেখি -

ফিরে আসবো মা স্বপ্ন দেখি ।

       #sweet jan8

Note:

New Year will be released ( Jannatul Khadija kobita boi ) 01-01-2025    A new poetry book is coming. InshaAllah

The book is being published on the country's number one book shopping site

 (Rokomari .com)

search  [ www.rokomari .com ] 


                #sweet_jan8