একাকিত্বের প্রতিধ্বনি
প্রিন্চ শাহাদাত
---------------------------------------
তুমি আমায় একা ফেলে গেলে -
যেমন পথের ধারে অন্ধকার,
আমি তবু দাঁড়িয়ে ছিলাম !
তোমার ফিরে আসার অপেক্ষায় আবার।
একদিন তোমার পথেও আসবে -
নিঃশব্দ একাকিত্বের রাত,
বুঝবে তখন কী কঠিন বোঝা -
হৃদয়ে বয়ে চলা এই নিঃসঙ্গতার পাহাড় ৷
সেদিন সন্ধ্যার বুঝবে যখন -
খুঁজবে তুমি পরিচিত হাত,
কিন্তু ফাঁকা থাকবে সেই হাত -
যেখানে একদিন ছিলাম আমি -
তোমার প্রিয় শাহাদাত ।

0 Comments
ধন্যবাদ ,,, আমি শাহাদাত হাসান (জনি) আমি আছি আপনার সাথে , আমাদের ওয়েব পেজে আপনাকে স্বাগতম কেমন লাগলো এই ওয়েব পেজটা, আরও ট্রিপ্চ পেতে লগইন করুন এই ওয়েবপেজে