নীল রানী

------ রচনায়ঃ প্রিন্চ শাহাদাত  -----

      নীল আকাশের নীল রানী তুমি,

      তুমি যখন আসো সন্ধ্যা নেমে-

      নীল আলোর ঝলকানি |

      তোমার পথেই জেগে ওঠে-

      নির্জন রাতের গল্পখানি।


     নীল শাড়িতে যেন একা-

     তোমার হাসিতে মিশে নীলের আভা |

     চাঁদের আলোতেও তুমি আলাদা-

     তুমি হলে নীল রানী স্নিগ্ধ ভালবাসা।


     তোমার ঠোঁটে যেই নীল হাসি-

     বুকে ফোটায় অদ্ভুত সুখের বাসি |

     নীল আকাশে তুমি আমার তারকা-

     নীল রানী, হৃদয়ে তুমি আলো চির-রেখা ||


#sweet_jan8