অপেক্ষার ছায়া
প্রিন্চ শাহাদাত
শোন, শোননা তুমি, একদিন ঠিক,
মিলিয়ে নিও আমার সব কথা,
একদিন তোমার হৃদয়ে জাগবে কাঁপন,
আমাকে দেখার আকুলতা।
যে পথে তুমি আজও হেঁটে যাও নীরবে,
তোমার অজান্তেই,
একদিন আমায় খুঁজবে তুমি,
হৃদয়ের গভীরে অনুভবে।
দিন যাবে, রাতও আসবে ,
তবু সেই শূন্যতা ভরবে না,
তোমার মনে বাজবে সুর,
আমার স্মৃতির মধুর মন্ত্রণা।
তখন তুমি বুঝবে হয়তো,
কী ছিলাম আমি তোমার,
সবকিছু মিলিয়ে যাবে তখন,
তোমার হৃদয়ে আমার ছায়া ভাসবে যখন ৷
শোন, শোননা তুমি, মন দিয়ে শোন,
একদিন ঠিক মিলিয়ে নিও সব স্মৃতি,
যেদিন আমায় দেখার জন্য
হৃদয়ের গভীরে বাড়বে তোমার ব্যাকুল আকুতি।

0 Comments
ধন্যবাদ ,,, আমি শাহাদাত হাসান (জনি) আমি আছি আপনার সাথে , আমাদের ওয়েব পেজে আপনাকে স্বাগতম কেমন লাগলো এই ওয়েব পেজটা, আরও ট্রিপ্চ পেতে লগইন করুন এই ওয়েবপেজে