পরিস্থিতি 

    ~~~ রচনায়ঃ প্রিন্চ শাহাদাত ~~~~

  বর্তমানটা যেন অস্থির বাতাস-

     মনের ভিতর কাঁপন তোলে বারংবার !

         দুর্গম পথের যাত্রী সবাই-

               অচেনা এই গন্তব্যের রেস কোথায় !

  শঙ্কা মেশানো খবরের ধারা-

     আলো-আঁধারে বাঁচার তাড়া !

          বিশ্বাসের বাঁধনে টান পড়ে বারবার-

      তবুও আশা, বুকের গভীরে জ্বলে একবার।

  কেউ লড়ে নিজের সাথে-

       কেউ লড়ে ভাঙা পথে-

             স্বপ্নেরা যেন আটকে থাকে-

                 একটা নতুন ভোরের ক্ষৃণ অপেক্ষায়।

    তবু জীবন থামে না কখনো-

                  চলতে হয়, নতুন করে শুরু |


#sweet_jan8