প্রকৃতির মুগ্ধতা
প্রিন্চ শাহাদাত
------------------------০-------------------------
প্রকৃতির মাঝে মুগ্ধতা,
বৃষ্টির সুরে খেলা,
নদীর তীরে নির্জনতা,
স্বপ্নময় এক মেলা।
পাহাড়ের কোলের ছায়া,
সবুজে মোড়া পথ,
হৃদয়ের গভীরে বাজে,
প্রেমের সুমিষ্ট রথ।
সূর্যের হাসিতে জাগে,
নতুন এক দিনের আশা,
চাঁদের আলোয় ভাসে,
রাতের নিঃশব্দ ভাষা।
জীবনের প্রতিটি ক্ষণে,
আনন্দের রঙ মেশা,
সুখ-দুঃখের মেলবন্ধনে,
হৃদয়ে শান্তির দেশা।
যত্নে রেখো হৃদয়ের কথা,
প্রকৃতির মাঝে খুঁজে পাবে,
সত্যিকারের ভালবাসার রেখা ৷

2 Comments
Very nice
ReplyDeleteSho-shagotom amader website visit Thanks vai
Deleteধন্যবাদ ,,, আমি শাহাদাত হাসান (জনি) আমি আছি আপনার সাথে , আমাদের ওয়েব পেজে আপনাকে স্বাগতম কেমন লাগলো এই ওয়েব পেজটা, আরও ট্রিপ্চ পেতে লগইন করুন এই ওয়েবপেজে